আজ আপনাদের শেখাবো কিভাবে কম্পিউটার রিস্টার্ট, অফ করতে হয়। হাসছেন। ভাবছেন কম্পিউটার চালাতে জানি আবার কম্পিউটর অফ, রিস্টার্ট করতে পারবোনা। সেটা মনে একদম, করবেন না। দেখুনতো আপনি এভাবে কম্পিউটার রিস্টার্ট, অফ করেছেন নাকি। জানলেতো কোনো কথায় নেই আর না জানলে- দেখুন কিভাবে করতে হয় ।
আমরা জানি কম্পিউটার রিস্টার্ট করতে - ১। Start থেকে Turn off\Restart-এ ক্লিক করে করি। অথবা, Start থেকে Shut down\Restart-এ ক্লিক করেও কম্পিউটার রিস্টার্ট করে থাকি। কিন্তু আপনি চাইলে কি-বোর্ডের সাহাজ্যেও কাজটি করতে পারেন। এই জন্য- কি-বোর্ডের মাধ্যমে Windows বোতাম চেপে ট চাপুন। তারপর R চাপতে হবে (windows key +U+R)| নির্দেশ বা কমান্ডের মাধ্যমে Start থেকে Run\Shut down –r –t 2 লিখে এন্টার করতে হবে। অর্থাত্ Run-এ গিয়ে Shut down লিখে –r –t এরপর আপনার পছন্দমতো সময় দিয়ে এন্টার করুন।
আমরা জানি কম্পিউটার অফ করতে - ১। Start থেকে Turn off-এ ক্লিক করে করি। কিন্তু আপনি চাইলে কি-বোর্ডের সাহাজ্যেও কাজটি করতে পারেন। এই জন্য- কি-বোর্ডের মাধ্যমে Windows বোতাম চেপে ট চাপুন। তারপর U বাটন ২ বার পস্পরপর চাপতে হবে তাহলেই শেষ কাজ।
>> ভালো লাগলে- পেজটি শেয়ার করুন, লাইক করুন, আর কমেন্ট করতে ভুলবেন না যেন। |
স্বাগতম
Tuesday, 28 May 2013
Thursday, 9 May 2013
আপনি যে কম্পিউটারটি চালান/পরিচালনা করেন- তার স্বাস্থ্য কেমন আছে আপনি কি খবর রাখেন। হা হা হা হা নিশ্চয় আমার কথা শুনে হাঁসছেন। এবার আসল কথায় আসি। আমি এখন যে কথাটি বলবো এতে করে জানতে পারবেন আপনার কম্পিউটারের Performance কেমন আছে। তাই দেরি না করে দেখেনিন কিভাবে জানবেন। ১। Start Menu ( ক্লিক )
২। Run ( ক্লিক ) ৩। perfmon.msc লিখে এন্টার দিন। ৪। ব্যাস হয়ে গেলে। এখন আপনার চোখের সামনে দেখতে পারবেন আপনার কম্পিউটাররের Performance
ভালো লাগলে লাইক,কমেন্ট, শেয়ার -- আর পেজটি একটিভ করতে পেজ লাইট-তো দিতেই হবে Bosssssssssss |
Subscribe to:
Posts (Atom)