.

Admission Open 2015


Tuesday, 29 April 2014



 

Top corners image

Friends Computer TC is still waiting for you to join Twitter...
Accept invitation


Friday, 25 April 2014

কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেনঃ

১। প্রথমে আপনার ব্লগে লগিন করুন ।

২। ড্রোপডাউন মেনু থেকে Layout সিলেক্ট করে Add Widget থেকে HTML/JavaScript করুন ।

৩। এবার ফাকা বক্স এ নিচের কোডটি কপি করে পেস্ট করুন ।

<script type="text/javascript"
src="http://makingdifferent.github.com/blogger-widgets/Making
Different-Crishtmas.js
"></script><script type="text/javascript">
var twitterAccount = "RaSeL";
var tweetThisText = "Visit @ www.friendscomputer2010.blogspot.com";
tripleflapInit();
</script><noscript><span style="font-size:11px;">Flying Twitter
Bird Widget By <a href="http://www.itfun24.com">Mobile
Updates</a></span></noscript>


৪। এবার Save বাটন এ ক্লিক করুন ।

৫। কিভাবে লেআউট এ কোড বসাবেন বুঝতে না পারলে এই পোস্টটা দেখুন ।

কাস্টোমাইজাশানঃ

var twitter Account লেখাটা আপনার টুইটার ইউজার নেম দিয়ে রিপ্লেস করুন ।

var tweetThisTex লেখাটা আপনি যেভাবে চান লিখতে পারেন, মানে আপনি
যেভাবে লিখবেন আপনার ভিসিটররা tweet this এ ক্লিক করলে সেভাবেই পোষ্ট হবে
। বুঝতে পেসেছেন আশা করি ।



পোস্টটি ভালো লাগলে অনুগ্রহ করে ফেসবুকে শেয়ার করুন এবং একটা কমেন্ট করুন ।
 
Top corners image
     
 
   
 
 
 

Friends Computer TC has invited you to join Twitter!

 
 
Accept invitation
 
     
আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের মনে মাঝে মাঝে হয়তো জানান ইচ্ছা
থাকে যে ইন্টারনেট ডাউনলোড অথবা আপলোড স্পিড কত ?
কিন্তু সঠিক ঠিকানা বা পদ্ধতি জানা না থাকার কারণে আর বুঝতে পারা যায় না
ইন্টারনেট ডাউনলোড অথবা আপলোড স্পিড কত।

আসুন আর কথা না বাড়িয়ে দেখেনি কিভাবে চেক করতে পারবেন আপনার নেট স্পিড ।

Tuesday, 8 April 2014

Microsoft Office Exce 2003

Microsoft Office Exce 2003

excel 2003

Microsoft Office Excel 2003

Microsoft Office Excel 2003
Microsoft Office Excel 2003

Microsoft Office Excel 2003

excel 2003

Excel - 2003

Excel - 2003

Excel - 2003

Excel - 2003

Excel 2003

Monday, 7 April 2014

  সফটওয়্যার টির নাম "Thoosje Sevenbar"(Version 3.0
   build  2348) এবং আরও একটি সুসংবাদ হল এটি পুরোপুরি ফ্রীওয়্যার অর্থাৎ মুক্ত                 সফটওয়্যার। এর জন্য কোন ক্র্যাক / সিরিয়াল দরকার নেই শুধু ডাউনলোড করলেই হবে। 
মাত্র ৮.৩ মেগাবাইট।

১.আপনার ব্লগার Dashboard এ যান ;
২.Template>>Edit HTML এ যান ;
৩.HTML editor এ একবার ক্লিক করে CTRL+F চাপুন এবং এই লিখাটা খুঁজুন ঃ
]]></b:skin>।
৪.তার উপরে এই কোড Paste করুন ।

/* --- ICT Sparkle Blogger Scrollbar --- */
::-webkit-scrollbar {
background:#fff;
width:10px;
}
::-webkit-scrollbar-thumb {
-webkit-box-shadow: inset 0 0 6px rgba(0, 0, 0, 0.5);
background-image: -webkit-linear-gradient(top, #2c9dd4 10%, #2c9dd4 51%);
}
::-webkit-scrollbar-track {
}



Custom Colour এর জন্যঃ
কোডটির #2c9dd4 ও #2c9dd4 লিখার স্থলে আপনার প্রিয় Colour এর এইচটিএমএল
কোড বসিয়ে দিন।এর জন্য এই সাইটটির সাহায্য নিন ঃ
http://html-color-codes.info/

৫.টেমপ্লেট Save করুন ।
ব্যস দেখুন কাজ হয়ে গেছে।

Thursday, 3 April 2014



  * অনেত সময় এন্টারনেটে ভিজিট করার সময়  সবয়েছে যেটা বড় সমস্যা হয়ে
  দাড়ায় সেটি হলো- Font Problem   এটির কারনে ওয়েবপেজে বাংলা লেখা ঠিক মত দেখা যায় না।  তবে কোন চিন্তার কারণ নেই নিচের পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনার Font Problem   সমাধন হয়ে যাবে আশা করি।  তাহলে দেখে নিন কিভাবে Font এর সমস্যা সমাধান করতে হয়।----

=> প্রথমে  নিচের ফন্টগুলো ডাউনলোড করে নিন।


১) Avro

২) Siyam Rupali

৩)  AponaLohit

৪)  Bangla

৫)  solaiman-lipi




=> এবার Start -মেনু থেকে -Control Panel এ Font এ ক্লিক করুন।

=>>  একার ফন্ট ফোল্ডার এ ডাউনলোডকুত ফন্টগুলো  Paste করে দিন

=> এবার আপনার ব্যবহৃত ব্রাউজারটি রিস্টার্ট দিন

=> ব্যাস এবার দেখুন আপনার সমস্যা সমাধান হয়ে গেছে।


[ বি:দ্র : উপরের যে কোন একটি ডাউনলোড তরে ইন্সটল করে নিন- কাজ হবে ]


2 টাকার বিনিময়ে ইন্টারনেটের মেয়াদ করুন পুরো ১ মাস
***********

হা এটা 100% সিত্যিই সম্ভব--------

  
          কে না চাই অল্প কিছুতে বেশি কিছু
  পাবার  তাই আসুন নিচের পদ্ধতিগুলো অবলম্বন করে আপনার GP মিসে MB এর মেয়াদ করুন পুরো  ১ মাস

** এই জন্য আপনাকে  -আপনার মোবাইল থেকে ডয়াল করুন  *500*0#


* এরপর আপনার ইন্টারনেট প্যাকেটটি ডি-একটিভেট হয়ে যাবে - তবে কোন ভয়ের কারণ নেই-


Unordered List

Online visitor

Sample text

Admission Open

Blog Address

NewsPaper Address

Vot

আপনি কম্পিউটারে কোনটি টাইপ করতে বেশি পছন্দ করেন?
 
 
 
 
 
  
pollcode.com free polls 

Pages

Total Posts & Comments

Powered by Blogger.

Social Icons

Social Icons

Followers

About Me

My Photo
ইচ্ছা, বড় পরিকল্পনা আর সুন্দর একটি সপ্ন নিয়ে গত ০১/০৭/২০১০ ইং-তারিখে ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টার স্থাপিত হয়। আপনাদের ভালোবাসা পেয়ে, আপনাদের সহযোগিতায় আজ এই পর্যন্ত পেরিয়ে এসেছি। আশা করি আগামীতেও পাশে পাকবেন।

টুইটার

Featured Posts

Popular Posts

Recent Posts

Blogger Templates

Text Widget

Just Click to Earn Money

Add

Font Problem

আপনার এই ব্লগটি কেমন লেগেছে?