Recycle Bin-এর নাম পরিবর্তন ? অনেক সময় ইচ্ছা হতে পারে নিজের মত করে ব্যক্তিগত কম্পিউটারটাকে সাজাতে। যদিও My Computer বা My Documents এর মত নামগুলো নিজ ইচ্ছামত সহজেই দেয়া যায় Rename অপশনটির মাধ্যমে, Recycle Binটির নাম পরিবর্তন ততটা সহজ নয়। Recycle Bin এর নাম যদি পরিবর্তন করতে চান, তাহলে নিচের পন্থাগুলো অনুসরণ করুন - =>Start এ গিয়ে Run এ ক্লিক করুন। =>টাইপ করুন regedit.exe এবং Enter বাটনে ক্লিক করুন। =>এখান থেকে HKEY_CLASSES_ROOT খুলুন। এই ফোল্ডার থেকে CLSID ফোল্ডার খুলুন। এবারে খুলুন {645FF040-5081-101B-9F08-00AA002F954E} ফোল্ডার। সবশেষে ShellFolderটি খুলুন। =>ডাটা উপাত্তটি "40 01 00 20" থেকে "70 01 00 20" এ পরিবর্তন করুন। =>এবার কম্পিউটার পুনরায় চালু করুন (রিস্টার্ট)। এবারে রাইট-ক্লিকের মাধ্যমে Recycle Bin এর নাম পরিবর্তনের সুযোগ পাবেন। |
স্বাগতম
Wednesday, 25 July 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Thanks For Comments