এপিআই API কি?
এপিআই শব্দটির উৎপত্তি হয়েছে এপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস নামক শব্দগুচ্ছ
থেকে৷ এপিআই দিয়ে মূলত কতগুলো কমান্ডের ফাংশন ও প্রটোকলের সমন্বয় বোঝানো হয়,
যা একজন প্রোগ্রামার কোনো নির্দ্দিষ্ট অপারেটিং সিস্টেমের
জন্য সফটওয়্যার তৈরি করার সময় ব্যবহার করেন৷ এটি মূলত প্রোগ্রামারকে আগে থেকে কোনো
কোনো অপারেটিং সিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সফটওয়্যার লিখতে সাহায্য করে৷
উইন্ডোজ, লিনাক্স, ম্যাকসহ সব অপারেটিং সিস্টেমকে এক ধরনের এপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস সহায়তা
দিয়ে থাকে, যাতে কোনো প্রোগ্রামার কোনো সফটওয়্যার লিখতে পারেন
এপিআই৷ এ ছাড়া এপিআই বিভন্ন ভিডিও গেম কনসোল কিংবা অন্যান্য হার্ডওয়ারে ব্যবহার
করা হয়, যাতে সেখানে বিদ্যমান সফটওয়্যার
প্রোগ্রামগুলো ভালোভাবে চলতে পারে৷
0 comments:
Post a Comment
Thanks For Comments