ডস ( DoS)
ডস (DOS) শব্দটি এসেছে
ডিস্ক অপারেটিং সিস্টেম নামক শব্দগুচ্ছ থেকে৷ আইবিএম ঘরানার কম্পিউটারে ব্যবহৃত
প্রথম অপারেটিং সফটওয়্যার হল ডস৷ প্রথম দিকে এটি দুটি ভিন্ন ভিন্ন সংস্করণে
ব্যবহার করা হতো৷ একটি হলো পিসি-ডস, যেটি
আইবিএম উন্নয়ন সাধন করে এবং আরেকটি হলো এমএস-ডস৷ এমএস-ডসটি সর্বপ্রথম মাইক্রোসফট
কিনে নেয় এবং উইন্ডোজের প্রথম সংস্করণের সঙ্গে এটিকে যুক্ত করে৷ ডস মূলত
কমান্ডভিত্তিক কাজ করা যায়−এমন একটি অপারেটিং
সিস্টেম, যা প্রথম দিকের আইবিএম কম্পিউটারগুলোয়
ব্যবহার করা হতো৷ ব্যবহারকারীরা এখানে বিভিন্ন নির্দেশ লিখে লিখে প্রকাশ করে৷ যদিও
কমান্ডগুলো সহজতর ছিল৷ তারপরও ব্যবহারকারীকে বেসিক কমান্ডগুলো জানতে হতো এই ধরনের
কম্পিউটার ব্যবহার করার আগে৷ এ রকম ঝামেলা থেকে মুক্ত করার জন্য মাইক্রোসফট পরে
গ্রাফিক্সভিত্তিক উইন্ডোজ চালু করে৷ তবে প্রথম দিকের উইন্ডোজ সংস্করণগুলো ডস
অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল৷
খুব সুন্দর এ রকম পোস্ট লিখার জন্য ধন্যবাদ। আমার সাইট -www.computerjajot.com
ReplyDeleteআপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ব্লগে আসার জন্য। আপনার পেজটি খুব সন্দর
Delete