> বাংলাতে একটি প্রবাদ আছে -- কথাই নয়, কাজে যার পরিচয়--
এই প্রবাদটি পড়লে কিছুটাহলেও অনুভব করবে কি হতে পারে। ঠিক যেমন- গ্রামীণ
ফোনের একটি বিজ্ঞাপনের কথাই বলি- টিভিতে দেখাচ্ছে যেখান সেখানে নেটওয়ার্কের
নীল সিংনাল জ্বলছে পরে বলছে- আমরা আগামী দিনের জন্য প্রস্তুত। এই
বিজ্ঞাপনটি দেখতে সত্যি চমৎকার লাগছে। কিন্তু আমার কথা হচ্ছে- শুধু নীল
বাতি জ্বালালেই হবে না। কাজটাও সেই শক্তিশালী নীল বাতির মত থাকতে হবে।
আর বলেন না-- যে দিন থেকে এই- ডোলেনসার , স্কাইলেনসা প্রকৃতি ও এই নীল সিগনালের বিজ্ঞাপন দেখিয়েছে সেই থেকে ইন্টারনেটের গতি মনে হচ্ছে আগের চেয়ে কমে গেছে। একটি ওয়েবপেজ খুলতে অনেক সময় লাগে-। আগে তো এক ক্লিক দিলেই সাথে সাথে খুলতো।
কিন্তু এখন বাবারে..........যান চলেনা।।।
এখনই যদি নীল বাতীর মত কাজটা না হয় তবে হবে কবে। মানছি---- আগামী দিনে 3G চালু করার জন্য প্রস্তুত নিচ্ছে। কিন্তু সেই বলে কি সবুজ বাতীর জেলে রেখে আগের চেয়ে ইন্টারনেটের গতি স্লো করবে এটা কেমন নীল বাতি ?
আর বলেন না-- যে দিন থেকে এই- ডোলেনসার , স্কাইলেনসা প্রকৃতি ও এই নীল সিগনালের বিজ্ঞাপন দেখিয়েছে সেই থেকে ইন্টারনেটের গতি মনে হচ্ছে আগের চেয়ে কমে গেছে। একটি ওয়েবপেজ খুলতে অনেক সময় লাগে-। আগে তো এক ক্লিক দিলেই সাথে সাথে খুলতো।
কিন্তু এখন বাবারে..........যান চলেনা।।।
এখনই যদি নীল বাতীর মত কাজটা না হয় তবে হবে কবে। মানছি---- আগামী দিনে 3G চালু করার জন্য প্রস্তুত নিচ্ছে। কিন্তু সেই বলে কি সবুজ বাতীর জেলে রেখে আগের চেয়ে ইন্টারনেটের গতি স্লো করবে এটা কেমন নীল বাতি ?
0 comments:
Post a Comment
Thanks For Comments