অনেক প্রতিক্ষার পর কেন জানি নিজেকে নতুন করে ভাবতে ইচ্ছে করছে। খবরটা শুনলে হইতো আমার মত আপনিও নতুন করে ভাবেন শুরু করবেন। আর বেশি কথা না বাড়িয়ে আসল কথাটি বলে ফেলি। আমারও আর সইছে না। বলেই ফেলি- হা হা হা
আমরা এতো দিন গ্রামীন ফোন এর নেট ব্যবহার করছি কচ্ছোপগতিতে- আর এই গতিতে আমাদের নেটের ধীরগতির গাড়িটি কষ্ট করে চালাতে হবে আগামী ৩০ জুলাই তারিখ পর্যন্ত। কারণ আগামী ৩১ জুলাই গ্রামীনফোন সারা দেশে একযোগে চালু করতে যাচ্ছে ৩য় প্রজন্মের ইন্টারনেট সেবা থ্রিজি নেটওয়ার্ক।
yahoooooooooooooo
নিশ্চিয় শুনে অবাক লাগছে। হা সত্যি ঠিক কথা।
তাহলে আর একটু অপেক্ষা করা যাক-তবে মনতো কেন যানি আর একটু অপেক্ষা আর মন মানতে পারছেনা।
আমি ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টার পক্ষে থেকে সেবাকে আগাম স্বাগত জানাচ্ছি।
|
0 comments:
Post a Comment
Thanks For Comments