
গ্রাফিক ডিজাইন কী?a) গ্রাফিক শব্দটি জার্মান শব্দগ্রাফিক হতে এসেছে। এর অর্থ চিত্রবা রেখা।b) গ্রাফ শব্দের অর্থ চিত্রএবং ডিজাইন অর্থ নকশা।c) সহজ ভাষায়, চিত্রদ্বারা নকশা তৈরি করা বা করারপ্রক্রিয়াকে বলে গ্রাফিক ডিজাইন।অন্য কথায়,ড্রইং ছবি বা কোনো ইমেজ এবং অক্ষরশিল্পই হচ্ছে গ্রাফিক ডিজাইন।d) শিল্পকলার যা কিছু ব্যবহারিক দিকতার সবকিছুই গ্রাফিক ডিজাইনেরঅন্তর্ভুক্ত।e) যেমনঃ ইলাস্ট্রেশন,...