গ্রাফিক ডিজাইন কী?
a) গ্রাফিক শব্দটি জার্মান শব্দ
গ্রাফিক হতে এসেছে। এর অর্থ চিত্র
বা রেখা।
b) গ্রাফ শব্দের অর্থ চিত্র
এবং ডিজাইন অর্থ নকশা।
c) সহজ ভাষায়, চিত্র
দ্বারা নকশা তৈরি করা বা করার
প্রক্রিয়াকে বলে গ্রাফিক ডিজাইন।
অন্য কথায়,
ড্রইং ছবি বা কোনো ইমেজ এবং অক্ষর
শিল্পই হচ্ছে গ্রাফিক ডিজাইন।
d) শিল্পকলার যা কিছু ব্যবহারিক দিক
তার সবকিছুই গ্রাফিক ডিজাইনের
অন্তর্ভুক্ত।
e) যেমনঃ ইলাস্ট্রেশন, ব্রান্ডিং, বুক
কভার, টাইপোগ্রাফি, ব্রশিওর,
স্টিকার, বিজ্ঞাপন, সিডি কভার,
ডিজিটাল সাইন, ক্যলেন্ডার, মডার্ণ
পেইন্টিং, ওয়েব ডিজাইন, সফটওয়্যার
ডিজাইন ইত্যাদি।
ফ্যাশন ডিজাইন, টেক্সটাইল ডিজাইন,
ইন্টেরিওর ডিজাইন, এডমেকিং,
ব্রান্ডিং, প্রমোশন, লোগো, কার্টুন
মেকিং, ইন্টারেক্টিভ মিডিয়া,
প্রিন্ট মিডিয়া, ওয়েব মিডিয়া,
ফটোগ্রাফি, গেম ডিজাইন,ফাইন আর্ট,
ইনফরমেশন মিডিয়া, মোবাইল এপ
ডিজাইন ইত্যাদি অসংখ্য
সেক্টরে এখন কাজের ছড়াছড়ি।
গ্রাফিক ডিজাইন এর ব্যাবহার
বা পরিধি তিন ভাবে বিভক্ত -
প্রিন্টমিডিয়া, মাল্টিমিডিয়া ও
ওয়েব মিডিয়া
ভাল প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইন
শিখতে খরচ অনেক বেশি পড়ে। আর
ওয়েব সাইট
দেখে দেখে শেখা প্রথমেই সম্ভব না।
সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো ভিডিও
টিউটোরিয়াল।
এখন বলি ইংরেজি ভিডিও
টিউটোরিয়াল দেখার সময়
কি কি সমস্যায় পড়তে পারেন।
1. ইংরেজি কথা না বুঝা।
2. ধৈর্য্য না থাকা।
3. টিউটোরিয়াল না পাওয়া।
4. প্রচন্ড ইচ্ছা না থাকা।
5. ভাল একটা পিসি না থাকা।
হুম ইংলিশ টিউটোরিয়াল যখন দেখবেন
তখন অবশ্যই তার কথাগুলো বুঝতে হবে।
১০০% না বুঝতে পারলেও কমপক্ষে ৭০%
+ বুঝতেই হবে।
এছাড়া সামনে আগানো সম্ভব না।
এবার আসি ধৈর্য্যের ব্যাপারে।
কথাটা খারাপ লাগলেও বলি আপনার
যদি পর্যাপ্ত ধৈর্য্য
না থাকে তাহলে আপনি বাসায়
বসে গ্রাফিক্স ডিজাইন
শিখতে পারবেন না। ভিডিও
টিউটোরিয়াল দেখার সময় অনেক সময়ই
ধৈর্য্যের বাধ
ভেঙ্গে যাবে যেমনটা আমারও হয়।
সেক্ষেত্রে আমি যা করি তাহলে কিছুটা সময়
বিরতি নিন। গান শুনুন বা গেম খেলুন।
টিউটোরিয়াল
পাওয়াটা আসলে তেমন কঠিন কিছু
না। Lynda, Udemy, Tuts+, Digital Tutors সহ
অন্যান্য বিশ্বমানের ভিডিও
টিউটোরিয়াল এই গ্রুপেইঃ https://
www.facebook.com/groups/tutsourcebd/
পেয়ে যাবেন।
প্রচন্ড ইচ্ছা শক্তি থাকতে হবে।
আপনি যেহেতু বাসায় বসে শিখছেন
তাই কেউ বলেও দিবে না এই
মনোযোগ দাও। যা করার নিজেকেই
করতে হবে।
এছাড়া মাঝপথে ছেড়ে দিলেও
হবে না।
গ্রাফিক্স ডিজাইনের জন্য ভাল
একটা পিসি অবশ্যই দরকার আছে।
নাহলে কাজ করে ভাল লাগবে না। সময়
লাগবে বেশি। প্রফেশনাল
যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের
পিসি হাই কনফিগারের হয়ে থাকে।
তাই ভাল একটা পিসি জোগাড় করুন।
আশা করি আপনার ক্যারিয়ার
নির্মানের পথে হাঁটা সফল হবে।
এবার আপনাদের জন্য কিছু প্রয়োজনীয়
তথ্য এবং টিপস -
1. ব্র্যানড
এবং ব্র্যান্ডিং সম্পর্কে জানা।
2. সমসাময়িক স্টাইল, গ্রাফিক্সের
ইতিহাস এবং ভিজুয়াল আর্ট
সম্পর্কে জানা থাকতে হবে।
3. ক্রিয়েটিভ ফ্লায়ার,
টিপগ্রাফি ইমাজিয়ারি এবং লে আউট
সম্পর্কে স্বচ্ছ ধারনা থাকতে হবে।
4. যে কোন ডিজাইন সফটওয়্যার
ব্যেবহার করার স্কিল থাকতে হবে।
5. খুব ভালো কমিউনিকেশন স্কিল
থাকতে হবে।
6. টিম ওয়ার্ক এর
মানসিকতা এবং হার্ড ওয়ার্কিং এর
যোগ্যতা থাকতে হবে।
7. এছাড়াও বেশী বেশী ম্যাগাজিন
এর লে আউট গুলো, ফন্ট, কালার
ইত্যাদি ফলো করা।
8. বিভিন্ন এপ্স ইউজ করা ।
9. বিভিন্ন ওয়েব সাইট ব্রাউজ করা।
10. এবং মুভি বা চ্যানেল গুলো দেখার
সময় বিভিন্ন ফন্ট এর ইউজ, বিভিন্ন
দেশের মুভির প্লট দেখে কালার সেন্স
সম্পর্কে ধারনা নেয়া ।
লেখাটি সংকলিত। আশা করি সবার
কাজে আসবে।
স্বাগতম
Monday, 19 January 2015
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Thanks For Comments