পিসিবি PCB কি
পিসিবি শব্দটি এসেছে প্রিন্টেড সার্কিট বোর্ড নামক
শব্দগুচ্ছ থেকে৷ পাতলা এই বোর্ডটি সাধারণত ফাইবার গ্লাসের তৈরী৷ এখানে ইলেকট্রিক
তারগুলো প্রিন্টেড অবস্থায় থাকে, যা কিনা একটি
কেন্দ্রীয় প্রসেসরের সাথে যুক্ত থাকে৷ অনেক পিসিবি র্যাম ও মাদারবার্ডেও যুক্ত
থাকে৷ কম্পিউটার ছাড়াও বেতার, টেলিভিশন,
বহনেযাগ্য গান শোনার যন্ত্রে প্রচুর ব্যবহার করা হয়ে থাকে
এই পিসিবি৷