আজ আমি আপনাদের দেখাবো কিভাবে E-mail এর মাধ্যমে ব্লগে সরাসরি পোস্ট করা যায়।
অনেক সময় ব্লগে ড্যাসবোর্ড থেকে পোস্ট লিখে প্রকাশ করা অনেক সময়ের ব্যাপার হয়ে গাড়াই।
তাই এই বিরক্তিকর কাজকে আরো
সহজ করতে আপানাদের দেখাবে কিভাবে E-mail এর মাধ্যমে ব্লগে
সরাসরি পোস্ট করা যায়।
আসুন আর কথা না বাড়িয়ে তাহলে দেখা যাক কিভাবে এই কাজটি করবেন।
১। প্রথমে আপনাকে আপনার ব্লাগোর থেকে (www.blogger.com)
লগিং করুন।
২। লগিং হয়ে জাবার পর আপনাকে প্রথমে
একটি কাজ থেকে তা নাহলে
E-mail এর মাধ্যমে ব্লগে সরাসরি পোস্ট করা যাবে না।
৩। এবার আপনার ড্যাসবোর্ড থেকে Settings (নং-১ ও নং ২ ) এ ক্লিক করে Mobile and
Email ক্লিক করলে পাশে অনেক গুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে
Posting using Email এর স্থানে আপনি আপনার ব্লগের নামের শেষে যে কোন একটি পছন্দ নাম/সংখ্যা লিখে সেভ করুন।
৪। এবার আপনি আপনার ই-মেইল এ্যাকাউন্ট থেকে লগিং করে
Compose Email / New এ ক্লিক করলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।
To > এখানে আপনি আপনার ৩নং চিহিৃত অংশে দেওয়া ব্লগারে ঠিকানা দেওয়া ঠিকানাটি লিখুন ( যেমন ৪ নং চিহিৃত-yourblog@blogger.com )
লিখতে হবে।
> Subject (৫ নং চিহিৃত) এখানে আপনি যে পোস্টি দেবেন সেটির টাইটেলটি নাম লিখতে হবে।
> Attachments (৬ নং চিহিৃত)এখানে আপনি যদিআপনার পোস্টটের সাথে কোন ছবি সংযোগ দিতে চান তবে Browse করে ছুবগুলো সেট করতে পারেন।
> ৭ নং চিহিৃত স্থানে আপনি আপনার পোস্টটি লিখে দিন।
৫। সব কাজ ঠিক থাকলে (৮ নং চিহিৃত )Send এ ক্লিক করে দিতে হবে।
৬। এবার আপনি আপনার ব্লগে ভিজিট করে দেখেন আপনার লিখাটা ব্লগে পোস্ট হয়ে গেছে।
> এই পোস্টটি যদি আপনাদের কাজে লাগে তবে অবশ্ই কমেন বা শেয়ার করুন।
0 comments:
Post a Comment
Thanks For Comments