আজ আমি দেখাবো Run এর কাজ। যাদের জানা আছে তাদের জন্য না এটা জারা জনেনা
তাদের জন্য খুব উপকারি পোস্ট হবে বলে আমি আশা করি। তাহলে আর কথা না
বাড়িয়ে দেখা যায় কিছাবে Run এর সাহায্যে যে কোন সফটওয়্যার/ফোল্ডার এর
Shortcut তৈরী করা যায়।
Start বাটনে ক্লিক করে Run লিখাটি দেখতে পাবেন। আর যদি Run লিখা দেখা
না যায় তবে কি-বোর্ডের Windows Key+R এ চাপ দিলে দেখতে পাবেন। এতেও যদি
কি-বোর্ডের Windows Key কি চিনেন অনুবিধা হয় তবে Keyboard এর দিকে
লক্ষ করলে দেখা যাবে বামদিকে Shift এর নিচে Ctrl ও Alt বাটনের মাঝখানে
Windows Logo চিহ্ন যুক্ত Key আছে এটিই Windows Key.
এবার যে স্থানানে Shortcut টি তৈরী করবেন সেখানে মাউসের ডান বাটন চাপ
দিলে উপরের ছবির মত দেখাবে। এখানে Shortcut এ ক্লিক করতে হবে। Windows
Key+R এ চাপ দিলে দেখতে পাবেন
এখন যেই সফটওয়্যারটি বা ফোল্ডারটির সর্টকার্টটি তৈরী করবেন সেটির
লোকেশানটি সেই স্থানে পেস্ট করুন।
ধরুন আপনার মফটওয়্যারটি C drive আছে সেই ফোল্ডারটি ওপেন করুন এখন আপনার
কম্পিউটারের টাইটেল বারের নিচের এ্যাড্রেস বাসে দেখতে পাবেন সেই স্থানের
লোকেশন ঠিক সেই লোকেশনটি কপি করে আপনি Shortcut এর বক্সে Past করুন ।
ব্যাস হয়ে গেল।
এভাবে আপনি আপনার যে ফোল্ডার বা সফটওয়্যার এর Shortcut তৈরী করতে পারবেন সহজেই।
তাহলে এটুকুই । আশাকরি ভালোগেলেছে। আর কোন সমস্যা হলে অবশ্যয় কমেন করবেন।
স্বাগতম
Saturday, 15 November 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Thanks For Comments